ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের আব্দুস সাত্তার। হাইব্রিড লাউয়ের চাষ করেছেন ৮ কাঠা জমিতে। এই পযর্ন্ত ১০০০০০/- টাকার লাউ তিনি বিক্রয় করেছেন। আরও ফলন হচ্ছে। তার সর্বমোট খরচ হয়েছিল ২০০০০/- টাকা। এই অল্প সময়ে অধিক লাভে এবার তার মূখে হাসি। তিনি বলেন সিজনের সাথে তাল মিলিয়ে আবাদ করলে ফসল ধরা দেয়। এবার তার তায় হয়েছে।
হালুয়াঘাট প্রতিনিধি।