ধুরাইল জনপদ
কমল মল্লিক
সবুজ শ্যামল মায়ায় আমাদের গ্রাম
ধুরার আইল থেকে ধুরাইল নাম।
ভীনদেশী ব্যবসায়ী নদী পথে আসে
ছোট ছোট ঘর বাধে ঘাটের পাশে।
নৌকা ঘাটে রেখে ঘুরে ফিরে পারা
ধান নিয়ে ঘটিবাটি দিয়ে যেত তারা।
ধান ঝেড়ে ধুরা রাখে এই জনপদে
ধুরা জমে আইল হয় অনেকের মতে।
ভোরের আলো এসে ওকি দেয় গায়ে
গল্পটা শুরু হয় সকালের চায়ে।
একদল যায় কাজে আরেক দল আসে
স্টল গুলো গল্পের উল্লাসে ভাসে।
দলে দলে ছুটে চলে শিশু পাঠশালা
মেঠোপথে সাইকেলে যায় ফেরিওয়ালা।
ফসলের নেশায় কাটে কৃষকের দিন
এই গায়ের ভালোবাসা তুলনাবিহীন।
বৈশাখ এলে ঘরে গোলা ভরে ধানে
উৎসব জমে উঠে নাটক আর গানে।
লোকজন গুমগুম বিকালের হাটে
ফুটবল খেলা হয় কাউলাড়া মাঠে।
বইঠার তাল তুলে প্রতি ধমে ধমে
নৌকার দৌড় খেলার উৎসব জমে
কাদা মাখা পা যেন বর্ষার নুপুর
জলে থৈথৈ করে কাউলাড়া পুকুর।
জেলেদের দিন কাটে কংশের বুকে
বসন্তে কোকিল ডাকে মনের সুখে।
সারাদিন হৈচৈ কেটে যায় বেলা
এ যেন গ্রাম আমার আনন্দের মেলা।
মুক্তিবাদী
কবিগঞ্চ