ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে ধুরাইল উলামা ও তৌহিদী জনতা ঐক্য পরিষদের উদ্যােগে,দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ এবং চায়ের স্টল বন্ধ রাখার জন্য সকল হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানের মালিকদের সাথে আলোচনা করা হয় । আলোচনার মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা ও এর ফজিলত সম্পর্কে মালিকদের কাছে বক্তব্য পেশ করেন ধুরাইল জামে মসজিদের ইমাম ও সংগ্রামী তাওহিদী ছাত্র জনতা সাজিদুর রহমান,মারুফ সহ আরও অনেকেই। এই সময় তাদের হাতে রমজানের দাওয়াত ও ফজিলত সমুহ লিখিত ছোট ছোট ব্যানার দেখা যায়। আলোচনায় চায়ের দোকান মালিকদের রমজানের ইফতারি সামগ্রী বিক্রির পরামর্শ প্রদান করা হয়। এবং সকল দানশীল ব্যক্তিদের এই সময় চায়ের দোকান মালিকদের পাশে দাড়ানোর জন্য আহ্বান করা হয়। যেন তাদের জীবিকার উপর রমজানের কোন খারপ প্রভাব না পড়ে। এর পর সকল তাওহিদী ছাত্রজনতার উদ্যোগে এক প্রতিবাদ পথযাত্রা অনুষ্ঠিত হয়।