চির ভাস্বর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন
গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় হালুয়াঘাট সাধারণ পাঠাগারের পাঠক রুমে ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “চির ভাস্বর” চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। ভাষা শহীদ পরিবারের পক্ষ থেকে মোড়ক উন্মোচন করেন ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আতিক উল্লাহ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু মানিকরাম বেনবংশী (ক্ষীরমোহন), কবি ও ছড়াকার কমল চন্দ্র ভদ্র, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট কৃষক সংগঠক অজিত দাস, কৃষক সংগঠক আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত বণিক, শাকুয়াই বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রভাষক উজ্জ্বল আচার্য, আকনপাড়ার মোঃ মুজিবুর রহমান (ফকির), হালুয়াঘাট দর্পণ সম্পাদক মাহমুদ আবদুল্লাহ, কম্পিউটার অপারেটর তোফায়েল আলম এবং চির ভাস্বর চতুর্থ সংখ্যার সম্পাদক জনাব শরীফ মল্লিক প্রমুখ।
চির ভাস্বর চতুর্থ সংখ্যায় এবার ভাষা শহীদ আব্দুল জব্বারের মা সাফাতুন্নেছা, স্ত্রী আমেনা খাতুন, একমাত্র সন্তান নুরুল ইসলাম বাদলসহ ভাষা শহীদ আব্দুল জব্বারের ভাইবোনদের কিছু দুর্লভ ছবি ছাপা হয়েছে যা আগে কোথাও ছাপা হয়নি।
এছাড়াও বেশ কয়েকটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ/নিবন্ধ, ছড়া, কবিতা ও একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে যা যেকোনো অনুসন্ধিৎসু পাঠকের জন্য নতুন খোরাক যোগাবে।
স্বজন সংবাদ
৫ মার্চ ২০২৫