চলে যাচ্ছি দিগন্তের ওপাশে,
যতদূর চোখ যায় কেবল এক আকাশ হাহুতাস টিকে
থাকছে ইনসাফের ময়দানে।
কাঁটাতারের কুৎসিতে পেঁচিয়ে রেখে
নিজেদের তৈরি ফাঁদে আটকে রাখছি আমাদের মানবজীবনের এক তৃতীয়াংশ।
দুঃখবোধ;আয়নার কাচে প্রতিবিম্ব তৈরী না করুক
অথবা অবিশ্বাসের প্রতিধ্বনি উঠুক ইনসাফের ময়দানে
জেগে থাকুক শুকিয়ে যাওয়া নীল গোলাপ,
কোনকিছুরই বিনিময় চাই না
তাই বিনিময়ের গান নিলামে তুলে অট্টহাসিতে মেতে উঠা বিবস্র যুবক আমি
বিব্রত করে তুলছি জাগতিক অস্পষ্টতাকে!
অবুঝ সরলতার কাব্যে নীলিমার খামখেয়ালী;অবিশ্বাসের গান লিখে
বিশ্বাস আর অবিশ্বাসের খেয়া পাড়ি দিতে দিতেই টের পাই একা হয়ে যাচ্ছি ক্রমশ!
একা হয়ে যাচ্ছি
সফুল আকন্দ