1. komolmallick171@gmail.com : দৈনিক মুক্তিবাদী : দৈনিক মুক্তিবাদী
  2. info@www.dainikmuktibadi.online : দৈনিক মুক্তিবাদী :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দোষ চর্চা ও আমাদের রাজনীতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

দোষ চর্চা ও আমাদের রাজনীতি

আমরা বাঙালী। আমরা নিরাপদ দূরত্বে থেকে দোষ চর্চা করতে পছন্দ করি। পৃথিবীর অন্য কোন জাতির মধ্যেও এই প্রবণতা আছে কি না জানা নেই। তবে আমাদের মধ্যে তা আছে এবং ব্যাপকভাবে। বলা যায়, অপ্রতিরোধ্য। দোষ চর্চা এখন আর ব্যক্তি বা গোষ্ঠীগত সমস্যা নয়। এটা এখন একটা সমষ্টিগত জাতীয় সমস্যা। যেহেতু জাতীয় সংসদেও তা চর্চিত হয়। যেহেতু হাটে-ঘাটে-মাঠে, রাজনীতির মঞ্চে এমনকি ধর্মীয় জলসায় সমানভাবে দোষ চর্চা হয়। যেহেতু শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণি পেশার মানুষই আজ সচেতন বা অসচেতনভাবে এর সাথে সম্পৃক্ত। তাই দোষ চর্চাকে আর ছোট করে দেখার সুযোগ নেই।

আমাদের দেশে বিল্ডিং ধসে পড়লে, মানুষ মারা গেলে, মিছিলে, মিটিংয়ে, বাসে, ট্রেনে কিংবা বস্তির আগুনে পুড়ে কেউ হত্যার শিকার হলে ক্ষমতাসীন দল বিরোধীদলকে আর বিরোধীদল ক্ষমতাসীন দলকে দোষারোপ করে থাকে। এটা আজ আর নতুন নয়। নতুন প্রজন্মের কাছে এর নামই রাজনীতি। আমি জানি না ভবিষ্যতে এই দেশে গাড়ি চাপায় লোক মরলে, নতুন করে কোন বিল্ডিং ধসে পড়লে, মশার উপদ্রব বেড়ে গেলে, ভূমিকম্প, বন্যা, খরা কিংবা অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ক্ষমতাসীন দলের কোন প্রভাবশালী নেতা বলে বসেন কিনা (বলতেও পারেন) এইসব তাদেরই দোষ, তাদেরই চক্রান্ত যারা আজ ক্ষমতায় নেই। অসম্ভব কিছুই নয়। এই দেশে সবই সম্ভব। সবই হয়। যে দেশে মানুষ মরলে মন্ত্রীরা হাসতে পারে, বস্তী পুড়লে বলতে পারে সামান্য ঘটনা, সীমান্ত হত্যাকাণ্ডকে বলতে পারে বিছিন্ন ঘটনা, ব্যাংক লোট হয়ে গেলে, টেক্স ফাকি দিলে, ধর্ষণের শিকার হলে সবাই চুপ থাকে সে দেশে সবই সম্ভব। তবু মানুষ তাদের কথায় নাচে, ঘর থেকে বের হয়, মিছিল করে, মিটিং করে, পিকেটিং করে, সুযোগ পেলে মানুষ মারে। এক ভাই আরেক ভাইকে, এক বন্ধু আরেক বন্ধুকে, এক মানুষ আরেক মানুষকে মারার চেষ্টা করে। নেতা আর নেতৃবৃন্দরা থাকে এসি রুমে, সুবিধাজনক অবস্থানে। মরে মরুক শালার হাবাগোবা বাঙালী। আমাদের কি, আমরা তো আছি। আমরা না বাঙালী, না মানুষ। আমরা ক্ষমতার দাস। ক্ষমতার জন্য সব করতে পারি। বিচার, বিশ্লেষণ, যুক্তি ওসব আমাদের কাজ নয়। ওগুলো করবে আদালত, টাই কোট পরা টকশো ম্যানরা। আমাদের কাজ রাজনীতি করা। আমরা রাজনীতি করছি। ক্ষতি তো করছি না। অর্থাৎ দু’পক্ষই নিজেদের স্বার্থ হাসিলে বোকা জনগণকে ব্যবহার করছে ক্ষমতার সিঁড়ি হিসেবে।

আমাদের দেশে কারা কীভাবে কবে দোষ চর্চা শুরু করেছিল তা বলা মুশকিল। তবে বর্তমানে তা থেকে বের হওয়া জরুরি। দোষ চর্চা যখন আমাদের রাজনৈতিক চর্চার অংশ, তখন বুঝতে হবে জাতি হিসেবে আমরা কতোটা পিছিয়ে রয়েছি। ডান, বাম, ছোট বড় মাঝারি সব নেতাই আজ এর সাথে সম্পৃক্ত। সব নেতাই অপর নেতার বিরুদ্ধ, অপর পার্টির বিরুদ্ধে সচেতনতাভাবে দোষ চর্চা করে যাচ্ছে। আমরা যদি এই অধঃপতন থেকে নিজেদের উদ্ধার করতে না পারি, যদি পরমতসহিষ্ণু না হই, যদি ত্যাগ না করি আমাদের এই বদঅভ্যাস, তবে আগামীর রাজনীতি হবে পতনের রাজনীতি, আগামীর ইতিহাস হবে পতনের ইতিহাস। আমরা পরিগণিত হব বর্বর মেরুদণ্ডহীন এক কুৎসিত জাতিতে। যা আমরা কেউ আশা করি না নিশ্চয়ই।

শরীফ মল্লিক
৩০ আগস্ট ২০১৯

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক মুক্তিবাদী -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট