হালুয়াঘাট প্রতিনিধি – ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনুর হালুয়াঘাট বাজারের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেন নির্মানের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন। এই কাজে তাকে সহযোগিতা করছেন জনাব জান্নাত সহকারি কমিশনার ( ভূমি)। যার কাজ প্রায় শেষের দিকে। এতে বৃষ্টির পানিতে বাজারে যে জলাবদ্ধতা তৈরি হয় তার ভোগান্তি থেকে রক্ষা পাবে স্থানীয়রা। এছাড়াও পৌরসভার বিভিন্ন রাস্তার সংস্কার সহ যানযট নিরসনে নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। এছাড়াও চলতি রমজান মাসে উপজেলার সামনে জয়িতা মার্কেট সংলগ্ন স্বল্প মূল্যের হাট বসিয়েছেন।যেখানে শুক্রবার ও শনিবার গরুর মাংস বিক্রি সহ ডিম শাকসবজি বিক্রয় করা হয়। প্রতি কেজি গরুর মাংস ৬৫০/- টাকা দরে ও ডিম ১১০/- টাকা ডজন বিক্রয় করা হচ্ছে। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা খুব আগ্রহের সহীত এই হাট থেকে স্বল্প মূল্যে মাংস, ডিম ক্রয় করে থাকেন। নিম্ন আয়ের মানুষের জন্য এই এক ভরসার হাট। তারা চাই সারা বছর ধরে এমন হাট চলমান থাকুক। এতে গরীব মানুষ খুব উপকৃত হবে। বিক্রেতাও রমজান মাসে স্বল্প লাভে পণ্য বিক্রি করে অন্যান্য বিক্রিতাদের উদ্ভুদ্ধ করছে।
উপজেলা নিবার্হী অফিসার জনাব আলীনুর এর সাথে কথা বলে জানা যায়, আগামীকাল শুক্রবার ৩ টি গরু জবাই করা হবে। এই পদক্ষেপের মাধ্যেমে মানুষদের পাশে দাঁড়াতে চাই। তিনি আরও বলেন সমাজের বিত্তশালীরাও যদি এমন উদ্যােগ নেন। তাহলে আমাদের দেশ মানবিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে একদিন ইনশাআল্লাহ।