হালুয়াঘাট প্রতিনিধি – ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা কমপ্লেক্স এর কনফারেন্স রুমে হালুয়াঘাট দর্পণের ১১তম সংখ্যা কিংবদন্তীর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনুর আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার এক ঝাক মেধাবী প্রবীণ ও তরুণ লেখক, সম্পাদক, শিল্পী ও সাহিত্যে প্রিয় গুনীজনরা। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনুর তার বক্তব্যে বলেন, বর্তমান স্মার্ট যুগে সাহিত্য অঙ্গন টিকিয়ে রাখায় বড় চ্যালেজ হয়ে দ্বাড়িয়েছে। বর্তমান তরুন প্রজন্ম সোশাল মিডিয়ায় যে ভাবে নিজেরা সেলিব্রিটি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তাতে আসল সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য তরুণ প্রজন্মকে গঠনমূলক ও সৃষ্টিশীল লেখার জগৎকে ধরে রাখার দ্বায়িত্ব নিতে হবে। তিনি হালুয়াঘাট সাহিত্য অঙ্গনে হালুয়াঘাট দর্পণের সাফল্য কামনা করেন। পরে সকলকে সাথে নিয়ে হালুয়াঘাট দর্পণের ১১তম সংখ্যা কিংবদন্তীর মোড়ক উন্মোচন করেন।