ময়মনসিংহের হালুয়াঘাট প্রতিনিধি – ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়, সিমবায়োসিস বাংলাদেশ এর উদ্যােগে ও সিরআরপির এর কারিগরি সহায়তায়, সর্বমোট ২৩ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনুর, সিমবায়োসিস ইন্টান্যাশনাল এর প্রতিনিধি রায়ান স্মিথ, সুজি ম্যাম, সিমবায়োসিস বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আসিফ কায়সার অপু, ধোবাউড়া হালুয়াঘাট প্রজেক্ট ডিএইচপি এর প্রজেক্ট ম্যানাজার জনাব আব্দুল আজিজ, এসটিডিএস প্রকল্পের প্রজেক্ট অফিসার ফাহাদ ফেরদৌস সহ সিআরপির সদস্যবৃন্দ। সহায়ক উপকরণ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনুর বলেন, প্রতিবন্ধী শিশুদের মুল ধারার সাথে যুক্ত করার জন্য যে সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদের ধন্যবাদ জানাই। প্রতিবন্ধী শিশুরাও আজ পৃথিবীর বহু জায়গায় শিক্ষক, সমাজ কর্মী, মোটিভেশনাল বক্তা সহ অনেক কর্মের সাথে যুক্ত হচ্ছে। আমাদের এই সন্তানদের যেন আমরা সমাজের বোঝা মনে না করি। তিনি আরও বলেন, এই প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার পেছনে আমরা ও আমাদের গড়ে তোলা পরিবেশ দায়ী। সময়ের আগে গর্ভপাত,খাদ্যে বেজাল, গর্ভকালীন সময় মায়ের অযত্ন ইত্যাদি এর প্রধান কারণ। এই সময় তিনি সকল প্রতিবন্ধী শিশুদের সাথে কৌশল বিনিময় করেন ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদয়ের মাঝে উৎসাহমুলক বক্তব্য প্রদান করেন।