আরিফ আহম্মেদ স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়ন যেন সব সময় অবহেলিতের পাতায়।
ইতিপূর্বে ঘোষিত স্মার্ট ইউনিয়ন ৩ নং কৈচাপুর ইউনিয়ন শুধু নামেই মাত্র। অত্র পরিষদের কয়েকটি রাস্তা সংস্করণ হলেই বিগত কয়েক মাস আগে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় দর্শারপাড় থেকে কৈচাপুর মাইজ পাড় রাস্তাটি সংস্করণ করা হয় নি। হাফ কিঃমিঃ ইটের সলিং রাস্তাটি যেন জন জীবনে ভোগান্তির শেষ নেই। বন্যার প্লাবিত স্রোতে রাস্তার বেহাল অবস্থা। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত আর এলোপাতাড়ি ইট গুলি শিশু ও বৃদ্ধের প্রতিনিয়ত বিপদ জনক হয়ে উঠেছে। এ রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয় ও কৈচাপুর দাখিল মাদ্রাসা দুইটি প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ১০০ ছাত্র- ছাত্রী যাতায়াত করে। রাস্তার সমস্যার কারনে সময় মত স্কুলে যাওয়া কষ্ট সাধ্য। গত ৫ জুলাই থেকে স্থানীয় সরকার বিলুপ্ত বর্তমান সরকারের অধীন থেকে। চলতি বৈশাখ মাস বর্ষার বৃষ্টিতে ভাঙ্গাচুরা রাস্তা চলাচল কষ্ট সাধ্য হয়ে পরবে।উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি রাস্তাটির যেন দ্রুত মেরামত হলে। সাধারণ মানুষের ভোগান্তির অবসান হবে।